AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৬ এএম, ১২ ডিসেম্বর, ২০২৪
ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে এখন পযর্ন্ত চার শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবাদ উপেক্ষা করে দেশটি ১৯৭৪ সালের যুদ্ধবিরতির মাধ্যমে গঠিত বাফার জোনে সামরিক অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এমন হামলার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া।তিনি বলেন, সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না।

রাশিয়ার ঘাঁটির বিষয়ে খোঁজখবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।পেসকভ বলেন, এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায়।

এদিকে দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, আগামী ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

একুশে সংবাদ/ এস কে
 
 

Link copied!