AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২০ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল

চলমান যুদ্ধবিরতির আওতায় লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি দেখতে বুধবার লেবাননের রাজধানী বৈরুত সফর করেন একজন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, সেন্টকমের কমান্ডার আর্মি জেনারেল মাইকেল কুরিলা বৈরুতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সদরদপ্তর পরিদর্শন করেছেন। সেখানে তিনি লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেন্টকম জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির আওতায় লেবাননের আল-খিয়ামে প্রথম ধাপে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহার এবং তাদের জায়গায় লেবাননের সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়টি পর্যবেক্ষণ করেন জেনালেল কুরিলা। যুদ্ধের স্থায়ী বন্ধ বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ ও চলমান অগ্রগতির ভিত্তি স্থাপন করবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!