AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক’ দেশের তালিকায় বাংলাদেশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক’ দেশের তালিকায় বাংলাদেশ

২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এছাড়া পাকিস্তান দ্বিতীয় স্থানে এবং চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৫৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে এক-তৃতীয়াংশ বা ১৮ জন নিহত হয়েছেন ইসরাইলি বাহিনীর হাতে। তাদের মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন।

বাংলাদেশে এ বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে আরএসএফ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া পাকিস্তানে ৭ জন এবং মেক্সিকোয় ৫ সাংবাদিকের প্রাণ গেছে।

প্রতিবেদনটিতে এ বছরের শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি।

এদিকে পৃথক এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) জানায়, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যাদের অর্ধেকের বেশি গাজায় প্রাণ হারান।

আইএফজে ও আরএসএফের তথ্য সংগ্রহ প্রক্রিয়া ভিন্নতা থাকায় নিহতের সংখ্যায় তারতম্য দেখা দিয়েছে।

যদিও ‘জ্ঞাতসারে’ সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরাইল। বুধবার ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মারসার সংবাদ সম্মেলনে এসব তথ্যের সত্যতা অস্বীকার করেন।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!