AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, ৬ শিশুর করুণ মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৫ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, ৬ শিশুর করুণ মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লিফটে আটকা পড়া অবস্থায় অন্তত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজ চলাকালে হাসপাতালের লিফটে ৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ জনেরই মৃত্যু হয়েছে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে। তবে এরই মধ্যে সেই হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। উদ্ধার হওয়া রোগীদের সেখান থেকে নিয়ে গিয়ে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হাসপাতালের জানলা দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। এ ছাড়াও কালো ধোঁয়া বের হচ্ছে হাসপাতাল থেকে। গোটা এলাকার আকাশ সেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল।

এর আগে, গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লেগেছিল। সেই আগুনে অন্তত ১১ জন নবজাতকের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন। ঘটনার সময় মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। জানা যায়, অগ্নিকাণ্ডের সময় মোট ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!