সিরিয়া এবং প্রতিবেশী লেবানন ও জর্ডানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য সরকার।রবিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মানবিক সহায়তা ঘোষণা করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘আমরা সিরিয়ার জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা একটি নতুন পথ তৈরি করেছে।’
মানবিক সহায়তার এ তহবিলের বেশিরভাগ অংশ জাতিসংঘের সংস্থাগুলোতে পাঠানো হবে এবং সিরিয়ার নাগরিকদের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা সরবরাহে সহায়তা করবে।
পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা উন্নততর এবং সুরক্ষিত করতে সাহায্য করার জন্য কূটনৈতিকভাবেও কাজ করবে যুক্তরাজ্য সরকার।
তিনি আরও বলেন, যে সিরিয়ার ভবিষ্যৎ সরকার স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সিরিয়ার জনগণের প্রাপ্য সম্মান দিতে দেশের সকল গোষ্ঠীকে একত্রিত করবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :