সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ফ্লাইটটি দামেস্ক বিমানবন্দর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পোর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বুধবার দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।
বিমানটিতে সাংবাদিকসহ ৪৩ আরোহী ছিলেন। যখন বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যান। বিদ্রোহীরা আসাদ বাহিনীর কাছ থেকে একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। উদ্ভুত পরিস্থিতিতে ৮ ডিসেম্বর আসাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর ছেড়ে পালিয়ে যায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :