AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে এক দেশ এক ভোট বিল পেশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫১ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
ভারতে এক দেশ এক ভোট বিল পেশ

ভারতের সংসদে অবশেষে পেশ হয়েছে আলোচিত ‘এক দেশ এক ভোট’ বিল। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে মঙ্গলবার দুটি বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বিল দুটি হচ্ছে- ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল।

মেঘওয়াল অবশ্য জানিয়েছেন, আরো আলোচনার জন্য সরকার বিল দুটি যুগ্ম সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠাতে আগ্রহী। বিল দুটি জেপিসিতে পাঠানোর প্রস্তাব আইনমন্ত্রীকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে লোকসভায় এই বিল পেশ হতেই কংগ্রেস পার্টি, তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা বিরোধিতায় সরব হন। বিল পেশ করা হবে কিনা তা নিয়েও বিরোধীরা ভোটাভুটির দাবি তুলেছিল।স্পিকার সেই দাবি মেনে নেন। নতুন পার্লামেন্ট ভবনে প্রথম ইলেকট্রনিক সিস্টেমে ভোটাভুটি হয়। বিল পেশের পক্ষে ভোট দেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। আর বিপক্ষে ১৯৮ জন।

বিল পেশের পর সরকার জানায়,বিলটি তারা যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে চায়। কমিটিতে প্রায় সব দলের সদস্য থাকবে। তারা বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রতিবেদন দেবে। সেই সুপারিশ মেনে বিলে পরিবর্তন করতে পারে সরকার।

এর পর বিল পাস হলে পৌঁছবেরাজ্যসভায়। সেখানে পাস হলে সই করবেন প্রেসিডেন্ট। এরপর তা পরিণত হবে আইনে।

বিল দু’টিতে যে সংশোধনীর কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে- রাজ্য বিধানসভাগুলোর মেয়াদ এবং লোকসভায় মেয়াদ একই সময়ের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ, লোকসভা এবং বিধানসভার মেয়াদ একই সঙ্গে শুরু হবে, একই সঙ্গে শেষ হবে।সহজ কথায় বলতে গেলে, ভারতজুড়ে একই সময়ে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন। অর্থাৎ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হবে একই সময়ে।

বর্তমানে ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হয়, তখন সেই রাজ্যে হয় বিধানসভা নির্বাচন।‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা চালু করার বিষয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অনেক দিন ধরেই আগ্রহী। লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও এ বিষয়ে জোর দেওয়া হয়েছিল।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!