মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক সংগঠন হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো। পাল্টা জবাবে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে হুথি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানা, বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।
হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। সানার দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এছাড়া হোদেইদাহর সমুদ্র বন্দরে শত্রুপক্ষ অন্তত চারটি হামলা চালিয়েছে। দুটি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে।
জানা গেছে, ইয়েমেনের বন্দরনগরী সালিফে সাতজন ও রাস ইশা জ্বালানি অবকাঠামোয় বাকি দুজন নিহত হন। দুটি জায়গাই দেশটির পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রদেশে অবস্থিত।
এদিকে, ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরাও। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :