AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলো ইসরাইল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৪ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলো ইসরাইল

চলতি বছরের জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। তবে তখন সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।মঙ্গলবার বার্তা সংস্থা আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ইরান ও হামাস শুরু থেকেই এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল, তবে এতদিন ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিহত হওয়ার সময় ইসমাইল হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থান করছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল কর্মকর্তারা ঐ কক্ষে কয়েক সপ্তাহ আগে একটি বোমা স্থাপন করেছিলেন এবং সেই বোমার বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগে, হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, এখন যখন হুতি সন্ত্রাসীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আমি তাদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর ক্ষতি করেছি, সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করেছি। একইভাবে আমরা ইয়েমেনে হুতি সন্ত্রাসী গোষ্ঠীকেও গুরুতর আঘাত করবো।

তিনি আরো বলেন, আমরা হুতি নেতৃত্বকে কতল করবো, যেমনটি আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক একইভাবে, আমরা হোদেইদা ও সানায়ও তা করবো।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!