AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কর্তৃপক্ষের তলবে সাড়া দিলেন না ইউন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
কর্তৃপক্ষের তলবে সাড়া দিলেন না ইউন

টানা দ্বিতীয়বারের মতো দুর্নীতি দমন কর্তৃপক্ষ ও প্রসিকিউটরদের তলবে সাড়া দিলেন না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তকারী কার্যালয়ের পক্ষ থেকে তাকে বড়দিনের সকালে স্থানীয় সময় সকাল ১০টায় উপস্থিত হতে অনুরোধ করা হয়েছিল। গত সপ্তাহের মতো এবারও তাদের তলব উপেক্ষা করেছেন ইউন।

কার্যালয়ের এক কর্মকর্তার বরাতে দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইউনের জন্য বুধবার আরো কিছুসময় অপেক্ষা করবেন তারা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাইলেও দায়েরকৃত মামলাটি আরো পর্যালোচনা করতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

চলতি মাসের শুরুতে দেশে সামরিক আইন জারি করেছিলেন ইউন। অবশ্য বিরোধী দলের চাপের মুখে সেটি কয়েকঘণ্টার মধ্যেই প্রত্যাহারে বাধ্য হন তিনি। তার স্বল্প সময়ের জন্য ঘোষিত সামরিক শাসনে দেশদ্রোহিতার উপাদান রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ।  

ইয়োনহাপের প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৫ তারিখেও ইউনকে একবার তলব করা হয়েছিল। সে ডাকেও সাড়া দেননি তিনি। 

কর্তৃপক্ষের তলব উপেক্ষা করে অনুপস্থিত থাকায় ইউনের বিরুদ্ধে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। নিজেকে বাঁচাতে তিনি আলামত নষ্টের চেষ্টা করতে পারেন আশঙ্কা করে ইয়ুনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধীদল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!