ভারতের কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার ও আত্মসাতের মামলায় অভিযুক্ত ব্যবসায়ী পি কে হালদার। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি।
এসময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি পি কে হালদার। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে চলে যান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক ১০ লাখ টাকার বন্ডের বিনিময় পি কে হালদার ও তার তিন সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে, মামলা চলাকালে তাদের হাজিরা দেয়ার পাশাপাশি দেশত্যাগ না করার শর্ত দেন বিচারক।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা পি কে হালদারদের গ্রেফতার করে ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দি তিনি। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছয়জনকে গ্রেফতার করেছিল ইডি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :