শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ শনিবার স্থানীয় সময় পৌনে ১২টার দিকে দিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মনমোহনকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শেষকৃত্য উপলক্ষ্যে দিল্লির রাজপথে ছিল কড়া নিরাপত্তা।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর ঘটনায় ভারতে চলছে সাত দিনের জাতীয় শোক। এসময় দেশজুড়ে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কংগ্রেসের কার্যক্রম। সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতিস্তম্ভের জন্য জায়গা বরাদ্দ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনমোহন সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :