AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০০ এএম, ৩০ ডিসেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। ১০০ বছর বয়সে মৃত্যু হয়েছে ৩৯তম এ মার্কিন প্রেসিডেন্টের।স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনবিসি নিউজের

জিমি কার্টার ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে কার্টার সেন্টার একটি বিবৃতিতে বলেছিল, কয়েক দফায় অল্পদিনের জন্য হাসাপাতালে থাকার পর সাবেক প্রেসিডেন্ট (জিমি কার্টার) বাড়তি চিকিৎসা সেবার পরিবর্তে নিজ বাড়িতে তার বাকি সময় কাটানো এবং হসপিস কেয়ার নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

‘তার প্রতি পরিবার এবং তার মেডিকেল টিমের পূর্ণ সমর্থন রয়েছে,’ বলা হয়েছিল বিবৃতিতে।এনবিসি নিউজের তথ্য মতে, জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন।

ওয়াটারগেট কেলেঙ্কারির পর, জর্জিয়ার স্থানীয় এবং একজন ডেমোক্র্যাট হিসেবে, ১৯৭৬ সালে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিমি কার্টার। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে হেরে যাওয়ার আগে কার্টার এক মেয়াদ দায়িত্ব পালন করেন।

এছাড়া, বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন জিমি কার্টার। সূত্র: এনবিসি

একুশে সংবাদ/ এস কে

Link copied!