AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৮ এএম, ৩ জানুয়ারি, ২০২৫
সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। এবার পাল্টাপাল্টি সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে তারা। এমনি দুদেশের মধ্যে সাইবার হামলার ঘটনাও বেড়েছে।চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এতে গোপনীয় নথি হাতিয়ে নেয়া হয়েছে।

বেইজিং একে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে। অভিযোগ অস্বীকার করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিং সব ধরনের হ্যাকারদের হামলাকে নিন্দা করে। যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনলেও বেইজিং এখন ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ সাইবার অবকাঠামোয় হামলার অভিযোগ আনছে। ২০২২ সালে বেইজিংয়ের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানে দুটি বড় সাইবার হামলার অভিযোগ করা হয়।

সাইবার যুদ্ধ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মুখে সাইবার হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুই দেশের পাল্টাপাল্টি সাইবার হামলা ঠেকাতে এ নিয়ে চুক্তি করার পরামর্শ দিচ্ছেন অনেকে।

উল্লেখ্য, ডিজিটাল প্রযুক্তির বিকাশে বিশ্বব্যাপীই বেড়েছে সাইবার আক্রমণের সংখ্যা। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স  (এসডব্লিউপি) অনুসারে,  ২০১৪ সালে সাইবার আক্রমণের ঘটনা ছিল মাত্র ১০৭টি, তা ২০২৩ সালে এসে ৭২৩টিতে দাঁড়িয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!