AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ায় বাশার আল-আসাদের ওপর বিষ প্রয়োগ করে হত্যাচেষ্টা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫০ এএম, ৩ জানুয়ারি, ২০২৫
রাশিয়ায় বাশার আল-আসাদের ওপর বিষ প্রয়োগ করে হত্যাচেষ্টা

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে, এমনটি জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার মস্কোর একটি নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত বাশার আল-আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আসাদ ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন, এবং সেখানে তাঁকে নিরাপদে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। তবে এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার এক সাবেক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট "জেনারেল এসভিআর" জানিয়েছে, বাশার আল-আসাদের হঠাৎ করে ব্যাপক কাশি শুরু হয় এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। তাঁর অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই অ্যাপার্টমেন্টে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জেনারেল এসভিআর অ্যাকাউন্টে আরও বলা হয়, "এটি শুধুমাত্র একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও অস্বীকার করা যাচ্ছে না।"

জেনারেল এসভিআর দাবি করেছে যে, আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি, যা পুরো ঘটনাকে আরও সন্দেহজনক এবং ঘোলাটে করে তুলেছে।

রুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে, তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল যে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চান এবং বিচ্ছেদের পর রাশিয়াও ছেড়ে যেতে ইচ্ছুক। তবে, পরে ক্রেমলিন এই খবরটি নাকচ করে দেয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!