AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২১ পিএম, ৮ জানুয়ারি, ২০২৫
শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান?

২০২৫ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, সিঙ্গাপুর আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে উঠে এসেছে। সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৫টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

২০২৫ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, এবং চতুর্থ স্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা যথাক্রমে ১৯২ এবং ১৯১টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।

২০২৫ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য, যাদের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। ষষ্ঠ স্থানে থাকা গ্রিস এবং অস্ট্রেলিয়া ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। সপ্তম স্থানে থাকা কানাডা, পোল্যান্ড এবং মাল্টার পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন, এবং অষ্টম স্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ১৮৭টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পাবেন। নবম স্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮৬টি দেশে এবং দশম স্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।

২০২৫ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের পাসপোর্ট তলানির দিকে রয়েছে। তালিকায় লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে ১০০তম অবস্থানে থাকা বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এর আগের তালিকায় বাংলাদেশ ৯৭তম অবস্থানে ছিল।

২০২৫ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে সাতটি দেশের। এই দেশগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান। তালিকার ১০৬তম অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো এই তালিকা তৈরি করে, যা বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!