অবরুদ্ধ ফিলিস্তিনের ভূখণ্ড জুড়ে চলা ইসরায়েলি হামলায় আরও ২১ ফিলিস্তিনির প্রাণহানির ঘটেছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি চলমান অবস্থাতেই লেবাননেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার (১১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস উৎখাতের নামে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৪৬ হাজারেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসের এই লাগাতার হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস হামলা-অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখণ্ডটিতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলা-অভিযানের কারণে গাজা থেকে প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে বসবাস করছেন গাজার প্রত্যেকেই।
একুশে সংবাদ//আর.টি//র.ন
আপনার মতামত লিখুন :