AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ মুহুর্তে বিক্ষোভের মুখে বাইডেন ‘যুদ্ধাপরাধী’ স্লোগান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
শেষ মুহুর্তে বিক্ষোভের মুখে বাইডেন ‘যুদ্ধাপরাধী’ স্লোগান

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভাষণ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরের মাত্র এক সপ্তাহ আগে তাকে দেখে ‘যুদ্ধাপরাধী’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। রক্তের মতো তরল পদার্থ রাস্তায় ঢেলে তারা বলেন, হাজারো ফিলিস্তিনকে হত্যার জন্য বাইডেন দায়ী। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ হয়েছে গতকাল মঙ্গলবার। এর মধ্যেই পররাষ্ট্র নীতি নিয়ে সর্বশেষ ভাষণ দিতে পররাষ্ট্র দপ্তরে আসেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেছেন, ইসরাইলি আগ্রাসনে গাজা পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কোথাও নেই নিরাপদ জায়গা। এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক। এর দায় বাইডেনকে নিতে হবে। কারণ, তার প্রশাসন অস্ত্র কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরাইলকে সব ধরনের সহযোগিতা দিয়েছে।

পরে পররাষ্ট্র নীতি নিয়ে ভাষণ দেন বাইডেন। ভাষণে তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগেই গাজায় যুদ্ধ বিরতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বিদায়ী প্রেসিডেন্টের দাবি, তার প্রশাসনের চার বছরে দুর্বল হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া-ইরান। আর আগের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী হয়েছে।

সবশেষে বাইডেন তার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের প্রচেষ্টায় বিশ্বে এই পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে ১০ হাজার কোটি ডলার অনুদান পৌঁছেছে। এই অনুদান গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে সাহায্য করছে।


 


একুশে সংবাদ/ এস কে

Link copied!