AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা এই এলাকায় হামলা চালিয়েছে।

ফিলিস্তিনির জেনিন এলাকা থেকে এএফপি জানায়, রামাল্লা-ভিত্তিক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় ছয়জন শহিদ ও বেশ ক’জন আহত হয়েছে।’

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘জেনিন এলাকায় একটি হামলা’ চালিয়েছে। তবে এ সম্পর্কিত বিস্তারিত আর কিছু জানায়নি।  

ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে যে নিহতদের মধ্যে মাহমুদ আশরাফ মুস্তফা ঘারবিয়া নামে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে।

রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনী ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব এক বিবৃতিতে বলেন, ‘পূর্বপরিকল্পিত হস্তক্ষেপ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার এবং জীবনযাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।’ ‘এটি আমাদের জনগণকে রক্ষা করার লক্ষ্যে প্রতিটি জাতীয় প্রচেষ্টাকে ব্যাহত করার দখলদারদের পূর্বপরিকল্পিত উদ্দেশ্যকে প্রতিফলিত করে।’

ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনির শহর ও গ্রামে ঘন ঘন অভিযান চালিয়ে আসছে। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অঞ্চলটি দখল করে রেখেছে।

৭ অক্টোবর, ২০২৩ তারিখে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে সহিংসতা বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে কমপক্ষে ৮৩১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, একই সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলা বা ইসরাইলি সামরিক অভিযানে কমপক্ষে ২৮ জন ইসরাইলি নিহত হয়েছে।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!