AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৩৬ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণ না করলেও, দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ২০ জানুয়ারি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তিন দিন আগে এই ঘোষণা দেয়া হয়।

সব কিছু ঠিক থাকলে এবং হান ঝেং যোগদান করলে এটি হবে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনের কোনো সিনিয়র নেতার উপস্থিতির ঘটনা।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। যদিও শেষ পর্যন্ত শি জিনপিংয়ের যাওয়া হচ্ছে না। তবে তার পরিবর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে পাঠাচ্ছেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা ভাইস প্রেসিডেন্টের এই অংশগ্রহণ আগামীতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফেরাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। কেননা এর আগে প্রথম মেয়াদে চীনের ওপর নানা রকম বিধিনিষেধ জারি করেছিলেন ট্রাম্প। এমনকি এবারের নির্বাচনী প্রচারে ডাক-ঢোল পিটিয়ে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Shwapno
Link copied!