ইউক্রেনের ছোড়া ড্রোনে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে আগুন লেগেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) স্থানীয় সসয় বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই আগুন লাগার ঘটনা দেখা গেছে। ভিডিওটিতে বলা হয়েছে, একটি তেল সংরক্ষণাগারে এই আগুন লেগেছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা জানান, লুডিনোভো শহরের একটি শিল্প এলাকায় হামলা চালানো হয়েছে। তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
ভিডিওটি রাশিয়ার কোনো সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়নি। ভিডিওটিতে অগ্নিকাণ্ডের দিকে অগ্নিনির্বাপণ বিভাগের গাড়ি ছুটে যেতে দেখা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রায়ানস্ক অঞ্চলে ৩৫ মিনিটের মধ্যে ইউক্রেনের ছোড়া ৯টি ড্রোন ঠেকানো হয়েছে। তবে এতে হতাহতে হয়েছে কি না, তা জানা যায়নি।
অন্যদিকে রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর তার অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কোনো হতাহত ছাড়া ইউক্রেনের পাঁচটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন। স্মোলেনস্ক রাশিয়ার মিত্র দেশ বেলারুশের সীমান্তবর্তী একটি অঞ্চল।
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করে, রাশিয়ার দক্ষিণ ভোরোনেজ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে অন্তত তিনটি ড্রোন আঘাত হেনেছে। এ ছাড়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা রাশিয়ার উৎক্ষেপণ করার ৫০টি ড্রোনের মধ্যে ৩৩টি ভূপাতিত করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :