ইসরায়েলের ৩ জিম্মিকে হামাসের মুক্তি দেওয়ার ঘোষণা দেয়ার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার এই ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে।
ইসরায়েল এবং হামাস ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। এর বিপরীতে, গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।
চুক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। কারণ হামাস জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করতে বিলম্ব করে। নেতানিয়াহু বলেন, ‘হামাস যতক্ষণ ইসরায়েলি জিম্মি মুক্তির তালিকা প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবরিতি শুরু হবে না।’
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :