ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার প্রথমদিন, ১৯ জানুয়ারি, হামাস তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। গাজার সায়রা স্কয়ারে সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এই জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দেন।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতির শুরু হওয়ার কথা ছিল, তবে এটি তিন ঘণ্টা বিলম্বিত হয়। এই সময়ে ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে ২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। মূলত হামাস কর্তৃক তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় যুদ্ধবিরতি নির্ধারিত সময়ে কার্যকর হয়নি। তবে, ওই তালিকা পাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির শুরুর ঘোষণা দেন।
এরপর, বাস্তুচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা ধীরে ধীরে তাদের বাড়িতে ফিরতে শুরু করেন। তবে, অনেকের বাড়ির কোনো অস্তিত্ব নেই। কিছু মানুষ বলেছেন, তারা বিধ্বস্ত বাড়ির ওপরেই তাঁবু স্থাপন করে সেখানে থাকার পরিকল্পনা করেছেন। তাদের আশা, চিরচেনা এলাকাতে ফিরে গিয়ে প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের সঙ্গে আগের মতো জীবন কাটানোর সুযোগ পাবেন।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :