AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে রাতভর বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩০ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
ভারতে রাতভর বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

ভারতের ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রাতব্যাপী বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতি ছিলেন, যাকে ধরিয়ে দিলে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাওবাদীদের বিরুদ্ধে নিধন অভিযানে ভারতীয় পুলিশ গত কয়েক দিন ধরে আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী সোমবার (২০ জানুয়ারি) রাতে ওড়িশার নওপাড়া এবং ছত্তিশগড়ের গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান শুরু করে।

তল্লাশি চলাকালীন মাওবাদীরা যৌথবাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে যৌথবাহিনী পাল্টা জবাব দেয়। এই বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন মাওবাদী নিহত হন।

পুলিশ জানিয়েছে, সারা রাত দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এই সংঘর্ষে ২০ মাওবাদী নিহত হয়েছেন। তবে দলে কত জন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয়।

এদিকে এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা- ছত্তিশগড় সীমানায় ১৪ (সংখ্যাটা ২০ হবে) মাওবাদী নিহত হয়েছেন।

মাওবাদ দমনে গত ১৯ জানুয়ারি থেকে আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে ভারতীয় যৌথবাহিনী। এই বছর এখন পর্যন্ত ৪০ জনের মতো মাওবাদী নিহত হয়েছেন। এ ছাড়া গত বছর দুই শতাধিক মাওবাদী নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!