AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১৩ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগের সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, ‘জারানদিহ শহরের পুলিশ কমান্ডার মহাসড়কের পাশে চোরাকারবারীদের একটি গাড়ি থামাতে বললে হত্যাকারী পুলিশ কমান্ডারকে খুন করে তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’ তেহরান থেকে এএফপি আজ এ খবর জানায়।

বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ মে, ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবার মৃত্যুদন্ডের আবেদন করলে ইরানী আইনে আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মিজান জানিয়েছে, ‘ভুক্তভোগীর বাবা-মা খুনিকে ক্ষমা করতে অস্বীকার করায় আজ সকালে সেভেহ কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গ্রুপগুলোর মতে প্রতি বছর চীনের পর ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নিপীড়নসহ বড় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়।গত ডিসেম্বরে ইরানি কর্র্তৃপক্ষ কয়েক ডজন নারীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।


একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

Link copied!