AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ভারতের মহারাষ্ট্রে

আগুনের গুজবে যাত্রীদের ট্রেন থেকে লাফিয়ে নিহত ১০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০৯ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
আগুনের গুজবে যাত্রীদের ট্রেন থেকে লাফিয়ে নিহত ১০

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলওয়ের মুখপাত্র স্বপ্নিল নীলা।

বুধবার বিকেল ৫টার দিকে পাচোরার পারধাদে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাচোরা মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুষ্পক এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সন্দেহজনক আগুনের গুজবে আতঙ্কিত হয়ে ট্রেনের জরুরি চেইন টেনে থামান। এরপর যাত্রীরা দ্রুত ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। এসময় পাশের লাইনে বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের ভুয়া তথ্যের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চলন্ত ট্রেন থামাতে কয়েকজন যাত্রী জরুরি চেইন টানেন। তাড়াহুড়ো করে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন এবং পাশের লাইনে চলে আসেন। এসময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

কর্তপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মী পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে। তবে, মৃত্যুর সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যারা আহত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ ঘটনা তদারকি করছেন বলে জানানো হয়েছে।

এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি লখনৌ থেকে মুম্বাইয়ের মধ্যে চলাচল করে। আজ বিকেল ৫ টার দিকে আগুন লাগার গুজবের কারণে কেউ চেইন টেনে দেওয়ার পরে থামে বলে জানিয়েছে রেলওয়ে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!