মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় হুতি যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে তখনই ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সই করেন।
ট্রাম্পের আদেশে বলা হয়েছে, ‘হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরকিার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।’
নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতি হামলার জন্য তারা দায়ী।’
ট্রাম্পের ওই নির্দেশে আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রবিওকে হুতিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজার প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং ব্রিটেন-মার্কিন বাহিনীর নৌযানে ১শ’টির বেশি অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবাইদা তার বক্তব্যে হুতিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’
ট্রাম্পের এই আদেশ কার্যকর হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :