AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১৮ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের নাগপুরের কাছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, তা ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘ভান্ডারার অস্ত্র কারখানায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যার ফলে আটজন প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।’

এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে জানিয়েছিলেন, সকাল ১০টা ৩০ মিনিটে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী ও চিকিৎসা সহায়তা দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ৫ কিমি দূর থেকেও এর শব্দ শোনা গিয়েছিল।

দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। পূর্ববর্তী এক আপডেটে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, বিস্ফোরণস্থলে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Link copied!