হামাসের হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের দুই তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায়। সম্প্রতি চ্যানেল ১২ এর এক জরিপে এমন তথ্য জানা গেছে।
জরিপে ৬৩ শতাংশ মানুষ জানিয়েছে যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিৎ। আর মাত্র ২৭ শতাংশ মানুষ তার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার পক্ষে মত দিয়েছে। আর ১০ শতাংশ মানুষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে জোটের ভোটারদের মধ্যেও দেখা গেছে যে ৩৩ শতাংশ ভোটার নেতানিয়াহুর পদত্যাগ চায়। আর ৫৩ শতাংশ মানুষ তাকে এই পদেই দেখতে চান। আর ১৪ শতাংশ ভোটার এ বিষয়ে কোনো মতামত দেয়নি।
এদিকে, বিরোধী দলীয় ভোটারদের ৯২ শতাংশ মনে করেন যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিৎ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য তারা কাকে বেশি বিশ্বাস করেন জানতে চাইলে ৫৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, এ বিষয়ে তারা ট্রাম্পকেই বেশি বিশ্বাস করেন। অবশ্য ২৩ শতাংশ মানুষ নেতানিয়াহুর কথাও বলেছেন। আর ২৪ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেয়নি।
সূত্র : টাইমস অফ ইসরাইল
একুশে সংবাদ//কা.ক//র.ন
আপনার মতামত লিখুন :