AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতভর অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৪ এএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
রাতভর অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্দরশহর কোচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ও রাজ্য পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এ বাংলাদেশিদের।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।

কোচি শহরটি কেরালার এরনাকুলাম জেলার অন্তর্গত। জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।

বৈভব সাক্সেনা বলেন, অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি। 

ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন কেরালা পুলিশের এ কর্মকর্তা।

ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ‘অপারেশন ক্লিন’ নামে অভিহিত করা হচ্ছে এ অভিযানকে। এর অংশ হিসেবে শুক্রবার ভোরের দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকা থেকেও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।
একুশে সংবাদ/ এস কে

Link copied!