যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ও যুক্তরাজ্যে তদন্ত চলছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) অনুসন্ধান করছে। শনিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য মেইল অন সানডে।
যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশে এসে দুদকের সঙ্গে গোপন বৈঠক করেছেন। ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। এনসিএ এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল তথ্য যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে।
গত আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তাঁর সরকারের আমল বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, যেখানে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নামও আসে। দুদক এই অভিযোগগুলোর তদন্ত করছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে, তার ১০ বছর বা তারও বেশি সময়ের কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে দুদক ও এনসিএ-এর তদন্ত চলমান রয়েছে।
একুশে সংবাদ//জ.ন//র.ন
আপনার মতামত লিখুন :