যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন, যা বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা বাড়িয়ে তুলেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি বেইজিং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে মাদকপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ওয়াশিংটন আরও কঠোর ব্যবস্থা নেবে।
ট্রাম্পের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই চীনের অর্থ মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি সরঞ্জাম ও কিছু গাড়ির যন্ত্রাংশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চীনের নতুন এ শুল্ক আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
চীন আরও জানিয়েছে, তারা গুগলের বিরুদ্ধে অ্যান্টি-মনোপলি তদন্ত শুরু করছে। পাশাপাশি, ক্যালভিন ক্লেইনের মূল কোম্পানি পিভিএইচ কর্প এবং মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ইলুমিনাকে ‘অবিশ্বস্ত প্রতিষ্ঠান’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এছাড়া চীনের বাণিজ্য ও শুল্ক প্রশাসন বিভাগ জানিয়েছেন, তারা টাংস্টেন, টেলুরিয়াম, রুথেনিয়াম, মলিবডেনাম এবং রুথেনিয়াম-সংক্রান্ত সামগ্রী রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করবে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী এই বিরল খনিজগুলোর সরবরাহের একটি বিশাল অংশ চীনের নিয়ন্ত্রণে রয়েছে, যা পরিবেশবান্ধব প্রযুক্তি ও ক্লিন এনার্জির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :