AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আঙ্কারা সফরে যাচ্ছেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আঙ্কারা সফরে যাচ্ছেন

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আজ আঙ্কারা সফরে যাচ্ছেন।ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সাথে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নেতা তুরস্ক যাচ্ছেন।৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবের পর বিকেলের দিকে তাঁর তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। 

আল-আসাদকে উৎখাত করার পর তুরস্কের সাথে ৯০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়া সিরিয়া একাধিক আঞ্চলিক ও শাসন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

সৌদি আরব সফরের পর ভারসাম্যপূর্ণ আঞ্চলিক সম্পর্ক বজায় রাখায় বছরের পর বছর ধরে আঙ্কারার সাথে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দিবেন শারা।

সোমবার তুরস্কের নেতার কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে শারার মঙ্গলবারের এই সফরে প্রেসিডেন্ট প্রাসাদে তাকে আপ্যায়ন করা হবে।

এরদোগানের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন এক্স-এ লিখেছেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, তুরস্ক ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধারে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে দামেস্কের সমর্থন পেতে আগ্রহী তুরস্ক। ওই অঞ্চলে মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে আঙ্কারা-সমর্থিত বাহিনীর লড়াই চলছে।

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!