AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪০ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, গত ২৭ জানুয়ারি ট্রাম্প মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় অভিবাসন নীতি, ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জাম কেনার সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে চীনকে মোকাবিলার প্রেক্ষাপটে। পাশাপাশি, বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী নয়াদিল্লি। এছাড়া, যুক্তরাষ্ট্রে ভারতীয় দক্ষ শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করতেও মোদি সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা–ও এড়াতে চায় ভারত। নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর এরই মধ্যে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে করলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩–২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের চেয়ে ৩২ বিলিয়ন ডলারের পণ্য বেশি দেশটিতে রপ্তানি করেছে ভারত।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!