AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাবারের স্বাদ খারাপ হওয়াতে বরের চাচাকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
খাবারের স্বাদ খারাপ হওয়াতে বরের চাচাকে গুলি করে হত্যা

খাবারের স্বাদ খারাপ হয়েছে এমন অভিযোগ তুলে বিয়ের অনুষ্ঠানে বরের চাচা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লে তাকে গুলি করে হত্যা করেন কনের চাচা। ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার সাহাওয়ার এলাকার রোশননগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরপ্রদেশের হাথরাসের সিকান্দ্ররাওয়ের বাসিন্দা অরুণ কুমার (৩২) গিয়েছিলেন বিয়েতে বরযাত্রী হয়ে। সেখানে খাবার পরিবেশন করার পরই তার মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, খাবার ঠিকমতো রান্না হয়নি, তাছাড়া স্বাদও ভালো হয়নি। এই অভিযোগ শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন কনের চাচা। 

দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কির এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে সকলের সামনেই অরুণের মাথায় গুলি করেন কনের চাচা বিজয়। সঙ্গেসঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অরুণ। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।

পুলিশ জানিয়েছে, এই এলাকার রুমাল সিংয়ের মেয়ের বিয়ে হচ্ছিল। বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানের মধ্যেই এমন ঘটনা ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। খুনের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাহাওয়ার ডেপুটি পুলিশ সুপার শাহিদা নাসরিন জানান, এ ঘটনায় কনের চাচা বিজয় কুমারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

Link copied!