ভিয়েতনামের পার্লামেন্ট বুধবার দেশটির উত্তরাঞ্চলের বৃহত্তম বন্দরনগরী থেকে চীন সীমান্ত পর্যন্ত ৮ বিলিয়ন ডলারের রেল সংযোগের পরিকল্পনা অনুমোদন করেছে।
এর ফলে কমিউনিস্ট-শাসিত দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে এবং বাণিজ্য সহজ করবে বলে আশা করা হচ্ছে। ভিয়েতনামের হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।পার্লামেন্টে থাকা একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, দেশটির জাতীয় পরিষদের ৯৫ শতাংশ সংসদ সদস্য রেলপথ নির্মাণের পক্ষে ভোট দিয়েছে।
নতুন রেললাইনটি ভিয়েতনামের কিছু গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। যেখানে স্যামসাং, ফক্সকন, পেগাট্রনসহ অন্যান্য বৈশ্বিক জায়ান্ট কোম্পানি রয়েছে। এসব কোম্পানির অনেকগুলোই চীন থেকে নিয়মিত যন্ত্রাংশের প্রবাহের উপর নির্ভরশীল।
এই রুটটি বন্দর নগরী হাই ফং থেকে চীনের ইউনান প্রদেশের সীমান্তবর্তী পাহাড়ি শহর লাও কাই পর্যন্ত ৩৯০ কিলোমিটার (প্রায় ২৪০ মাইল) বিস্তৃত হবে এবং রাজধানী হ্যানয়ের মধ্য দিয়ে যাবে। চীন এই প্রকল্পের জন্য ঋণের মাধ্যমে কিছু তহবিল সরবরাহ করবে। যার ব্যয় ৮ বিলিয়ন ডলারেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে।
এটি ভিয়েতনামের ‘টু করিডোর, ওয়ান বেল্ট’ উদ্যোগের অংশ হিসেবে চীনের সাথে সংযুক্ত দুটি রেললাইনের মধ্যে একটি, যা বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড বৈশ্বিক অবকাঠামো কর্মসূচির সাথে সংযুক্ত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :