AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৪ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
তিন বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

ইসরাইলের বাত ইয়াম শহরে  অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বিস্ফোরণের কারণ নিয়ে সন্দেহ বাড়ছে, এবং নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এ ঘটনার পর গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে অন্তত তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটে। ইসরাইলি কর্তৃপক্ষ এটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে। বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং তল্লাশি চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি।

বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং সন্দেহভাজনদের খোঁজে পুরো শহরজুড়ে অভিযান শুরু করে। একটি অবিস্ফোরিত ডিভাইস থেকে পাওয়া বার্তায় লেখা ছিল— "তুলকারেম থেকে প্রতিশোধ।" তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর, যেখানে সম্প্রতি ইসরাইলি বাহিনী সামরিক অভিযান চালিয়েছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিবহণমন্ত্রী মিরি রেগেভ মরক্কো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। বিস্ফোরণের পর ইসরাইলজুড়ে বাস, ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার পর ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। সাধারণ জনগণকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে, যাতে যেকোনো ধরনের হুমকি দ্রুত শনাক্ত করা যায়। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, তবে নিরাপত্তা বাহিনী হামলার উৎস খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র: বিবিসি  

একুশে সংবাদ//এ.জে

Link copied!