AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩০ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দুই দফায় চার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী এ সময় ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার (২৪ ফেব্রুয়ারি)  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছেন, কোনো আয়োজন ছাড়াই হামাস চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, হামাস যদি আজ ৪টি মৃতদেহ ফেরত দেয়, তাহলে তারা শনিবার যেসব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ এই খবর প্রকাশ করেছে।

ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে, যেমনটি তারা আগে বিবাস পরিবার ও ওডেড লিফশিটজের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল।

এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছেন, ৬২০ কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না।

হামাসের নেতা বাসেম নাঈম জানিয়েছেন, হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পিছিয়ে দিয়েছে।

হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এর পরিপ্রেক্ষিতে, হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন।

 

একুশে সংবাদ//কা.বে//এ.জে
 

Link copied!