শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রান্সের আঘাতে ফ্রান্স শাসিত অঞ্চল লা রিইউনিয়ন দ্বীপে তিন জন নিহত হয়েছে। ঝড়ে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। এতে ওই অঞ্চলটি লণ্ডভণ্ড হয়ে গেছে। ফ্রান্স পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং মাদাগাস্কারের পূর্বাঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আঘাতে অনেক ঘর বাড়ির ছাদ উড়ে গেছে। অনেক বাসিন্দা বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন। দেখা দিয়েছে সুপেয় পানির সংকটও।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি কয়েক ঘণ্টা পর্যন্ত তাণ্ডব চালিয়েছে। সংকেতও নামিয়ে ফেলা হয়েছে। এর ফলে উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানান চেষ্টা করছে।
তবে বাসিন্দাদের এখনও ঘরের মধ্যে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কারণ ঝড়ের পর বাতাসের গতিবেগ কমলেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যা বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে ওই অঞ্চলে আবহাওয়া উন্নতির দিকে যেতে পারে বলে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্বীপটির ১ লাখ ৮০ হাজার বাসিন্দাদের মধ্যে ৪২ শতাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া ১০ শতাংশ বাসিন্দাদের মধ্যে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পার্শ্ববর্তী পর্যটন দ্বীপ মরিশাস তাদের প্রধান বিমানবন্দর বুধবার বন্ধ করে দেয়। অন্যদিকে লা রিইউনিয়ন বৃহস্পতিবার থেকে তাদের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে শনিবার তাদের আন্তর্জাতিক বিমানবন্দরটি দেরিতে হলেও চালু করার কথা রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :