AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনকে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৩ পিএম, ৬ মার্চ, ২০২৫
ইউক্রেনকে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, মার্কিন প্রশাসন ইউক্রেনের  জন্য অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে।

তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা পরিষদ আমাকে এই বিষয়ে যা বলেছে, তা হলো যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য তহবিল স্থগিত অথবা তারা পুনর্বিবেচনা করছে।’ বিষয়টি পরিস্কার হওয়ার ব্যাপারে আমি আপনাদের গোয়েন্দা বিষয়গুলোর ক্ষেত্রে হয় জাতীয় নিরাপত্তা পরিষদ অথবা সিআইএ-এর কাছে পাঠাতে পারি।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

এরআগে পেন্টাগনের এক কর্মকর্তা তাস’কে বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনী ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে। তার মতে, এই পদক্ষেপ সমস্ত মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে প্রযোজ্য যা এখনও ইউক্রেনে পৌঁছায়নি। যার মধ্যে বিমান ও জাহাজে পরিবহন করা অস্ত্র বা পোল্যান্ডের ট্রানজিট জোন থেকে পাঠানোর অপেক্ষায় থাকা অস্ত্র ও অন্তর্ভুক্ত। 

সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ নিশ্চিত করেছেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে সমস্ত গোয়েন্দা তথ্য ভাগাভাগি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!