AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে জিম্মি হওয়া সেই ট্রেনে সেনাবাহিনীর অভিযান, নিহত ২৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৯ এএম, ১২ মার্চ, ২০২৫
পাকিস্তানে জিম্মি হওয়া সেই ট্রেনে সেনাবাহিনীর অভিযান, নিহত ২৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় অভিযানে নিহত জঙ্গিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।  

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ট্রেনের নিয়ন্ত্রণ নেয়া সন্ত্রাসীদের চারপাশ থেকে ঘেরাও করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে। এছাড়া অভিযান শুরুর পর জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েছে বলেও দাবি করেছে নিরাপত্তা সূত্র। এ ঘটনায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে যে হামলার পিছনে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগ করছে এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। সেখানে বেসামরিক লোকদের উপস্থিতির কারণে অত্যন্ত সতর্কতার সাথে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা সূত্রগুলো বিশদভাবে জানিয়েছে যে এলাকাটি দুর্গম অঞ্চলে হওয়ায় অভিযানটি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিরা ‘জাফর এক্সপ্রেস’ নামে ওই ট্রেনে গুলি ছোড়ে সেটিকে থামিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে যায় সেনাবাহিনী। পরে বেলুচ লিবারেশন আর্মি দাবি করে, সেনাবাহিনীর ২০ সদস্যকে হত্যা এবং সেনাসহ ১৮২ জনকে জিম্মি করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এই দাবির বিপরীতে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!