যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও ধরনের আলোচনা করবেন না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি ট্রাম্পের যা ইচ্ছা তাই তিনি করতে পারেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।আলোচনায় বসতে ট্রাম্পের চিঠি পাঠানোর জবাবে তিনি একথা বলেছেন জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন— হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনও আলোচনা করবে না। একইসঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, “আপনার যা ইচ্ছা তাই করুন”।
রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “তারা (যুক্তরাষ্ট্র) যে আদেশ দেয় এবং হুমকি দেয় তা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি আপনার সাথে আলোচনাও করব না। আপনি যা ইচ্ছা তাই করুন।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি গেল শনিবার বলেন, কোনও হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় নেয়া যাবে না। নতুন পারমাণবিক চুক্তি আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানানোর একদিন পর তিনি ওই মন্তব্য করেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :