AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ১০ সন্ত্রাসী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩১ পিএম, ১৪ মার্চ, ২০২৫
পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ১০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি চেকপোস্টে সন্ত্রাসীদের হামলা ঠেকিয়ে দিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর গুলিতে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজ

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জানদোলার ওই চেকপোস্টে বেপরোয়া গতিতে প্রবেশের চেষ্টা করে একটি বোমাভর্তি গাড়ি। ঘটনাটি লক্ষ্য করার মাত্র গাড়িটির দিকে গুলি ছোড়া শুরু করেন সেনা সদস্যরা। এতে ওই গাড়ির চালকসহ বাকি ৯ আরোহীর সবাই নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গাড়িটিতে শক্তিশালী বোমা ফিট করা হয়েছিল। গাড়ির যাত্রীদের কয়েকজনের দেহেও ছিল ‘সুইসাইড ভেস্ট’। ‘আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করছে এবং হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করছে। সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে প্রতিজ্ঞাবদ্ধ।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেছেন, পাকিস্তানের জনগণ সবসময় সেনাবাহিনীর পাশে আছে।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের জিম্মি করেছিল রাজ্যের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। ব্যাপক এক অভিযান চালিয়ে সেই যাত্রীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে ৩৩ জন বিএলএ যোদ্ধা এবং ৪ জন সেনা সদস্য নিহত হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!