AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদালতের রায় উপেক্ষা করে ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০২ এএম, ১৭ মার্চ, ২০২৫
আদালতের রায় উপেক্ষা করে ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ২৩৮ জন ভেনেজুয়েলানকে বিতাড়িত করা হয়েছে, যাদের বিরুদ্ধে গ্যাং সদস্যতার অভিযোগ রয়েছে। এই ব্যক্তিদের এল সালভাদরের একটি কারাগারে নির্বাসিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে পাঠানো হয়েছে, যদিও একজন মার্কিন বিচারক তাদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক মাধ্যমে জানান, রোববার সকালে আন্তর্জাতিক এমএস-১৩ গ্যাংয়ের ২৩ সদস্যের সঙ্গে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ২৩৮ সদস্য মধ্য আমেরিকার দেশটিতে পৌঁছেছে।

তবে মার্কিন সরকার বা এল সালভাদর— কোনো পক্ষই আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি। একই সঙ্গে, তাদের অপরাধ বা গ্যাং সদস্যতার বিস্তারিত তথ্যও জানানো হয়নি।

বিবিসি জানায়, একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে শতাব্দী প্রাচীন যুদ্ধকালীন আইন ব্যবহার করে নির্বাসন কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। তবে এর আগেই অভিযুক্তদের বহনকারী বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমা ত্যাগ করে।

বিচারকের আদেশ নিয়ে ব্যঙ্গ করে প্রেসিডেন্ট বুকেলে সামাজিক মাধ্যমে লেখেন,“উফ... অনেক দেরি হয়ে গেছে।” তার এক পোস্টে সংযুক্ত ভিডিওতে দেখা যায়, হাত-পা বাঁধা বন্দিদের লাইনে দাঁড় করিয়ে সশস্ত্র কর্মকর্তারা বিমান থেকে নামাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বুকেলে আরও জানান, আটককৃতদের এল সালভাদরের তিত মেগা-জেল টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার (সেকোট)-এ পাঠানো হয়েছে। তিনি বলেন, “তাদের এক বছরের জন্য কারাগারে রাখা হবে, যা নবায়নযোগ্য হতে পারে।”

এর আগে শনিবার ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যেখানে বলা হয়, ট্রেন ডি আরাগুয়া গ্যাং আমেরিকার বিরুদ্ধে ‘অনিয়মিত যুদ্ধ’ পরিচালনা করছে। তাই ১৭৯৮ সালের এলিয়েন এনিমিস অ্যাক্টের অধীনে তিনি এই গ্যাং সদস্যদের নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

ওই রাতেই ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা বিচারক জেমস বোসবার্গ নির্বাসন প্রক্রিয়া ১৪ দিনের জন্য স্থগিত রাখার আদেশ দেন, যাতে আইনি ব্যাখ্যা উপস্থাপন করা যায়।

তবে আইনজীবীরা জানান, তখন পর্যন্ত ফ্লাইটগুলো যুক্তরাষ্ট্র ছাড়ায় বিচারক বোসবার্গ মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিমানগুলো ফিরিয়ে আনার। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, যদিও এই নির্দেশ তার লিখিত রায়ের অংশ ছিল না।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার সন্ধ্যা ৭:২৫ মিনিটে মামলার নথিতে বিচারকের লিখিত নির্দেশ প্রকাশিত হয়। তবে অভিযুক্তদের বহনকারী বিমানগুলো কখন যুক্তরাষ্ট্র ছেড়েছিল, তা স্পষ্ট নয়।

পরবর্তীতে রোববার আদালতে দায়ের করা এক মামলায় মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা জানান, “বিতাড়িতদের আগেই যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল,” তাই আদালতের আদেশ আর কার্যকর করা সম্ভব হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রশাসন আদালতের আদেশ লঙ্ঘন করেনি। এ ছাড়া মার্কিন বিচার বিভাগও ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!