AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ের আঘাতে নিহত ৩৬


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৪ পিএম, ১৭ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ের আঘাতে নিহত ৩৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক পেইজে বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমের অনেক রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এই টর্নেডো ও ঝড়কে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাকৃতিক দুর্যোগটিতে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ও আরো অনেক আহত হয়েছেন। এতে বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আরকানসাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আমার প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তা করতে প্রস্তুত। তারা স্থানীয়দের ক্ষয়-ক্ষতি থেকে পুনরুদ্ধারের চেষ্টায় সহায়তা করছেন।

মার্কিন সংবাদমাধ্যমের মতে, প্রাকৃতিক দুর্যোগটি আলাবামা, আরকানসাস, মিসৌরি, কানসাস, মিসিসিপি, ওকলাহোমা ও টেক্সাস রাজ্যের বাসিন্দাদের ওপর আঘাত হেনেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী ঝড় যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে গেছে- যা টর্নেডো, ধুলো ঝড় ও ১০০টিরও বেশি দাবানল সৃষ্টি করেছে। ১০ কোটিরও বেশি লোক বাস করে এমন বিস্তৃত অঞ্চল ঘিরে ঝড়টি বয়ে গেছে।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!