যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৪২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির সরাসরি সম্প্রচারে জানানো হয়, ইসরায়েল যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা শুরু করেছে। এ হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক আক্রমণ।
ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। দেশটির সম্প্রচার সংস্থাগুলো জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের শীর্ষ নেতাদের টার্গেট করেই অভিযান পরিচালিত হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় সামরিক অভিযান আবার শুরু করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রভিড জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে।
প্রথম দফার ছয় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে প্রবেশে অস্বীকৃতি জানায় ইসরায়েল। বর্তমানে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে আলোচনা চলছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজার বিভিন্ন অঞ্চলে হামাসের স্থাপনা লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। সামরিক বাহিনী জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে গাজা উপত্যকাজুড়ে হামাসের "সন্ত্রাসী স্থাপনাগুলোতে" হামলা অব্যাহত রয়েছে।
এই হামলার ফলে গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্রতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
একুশে সংবাদ/আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :