গাজায় একটি ‘মানবিক বিপর্যয়’ রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের সবচেয়ে তীব্র হামলা চালানোর প্রেক্ষিতে চীন মঙ্গলবার এই আহ্বান জানায়।
বেইজিং থেকে এএফপি এ খবর জানায়, ‘ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন’ বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং পক্ষগুলোকে ‘পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়াতে এবং বৃহত্তর মানবিক বিপর্যয় রোধ করার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :