ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার গাজায় ইসরাইলের পুনরায় হামলার নিন্দা জানিয়েছে। এই মাসের শুরুতে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলার হুমকি দেওয়ার পর তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরো তীব্রতর করার প্রতিশ্রুতি দিয়েছে।সানা থেকে এএফপি এ খবর জানায়।
হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদি শত্রুর আগ্রাসন পুনরায় শুরু করার নিন্দা জানাই।’ ‘এই যুদ্ধে ফিলিস্তিনি জনগণকে একা রাখা হবে না এবং ইয়েমেন তাদের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে এবং সংঘর্ষের পদক্ষেপ আরো বাড়িয়ে তুলবে।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :