AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৩৪ পিএম, ১৮ মার্চ, ২০২৫
হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপ রোয়াটান থেকে উড্ডয়নের সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।হন্ডুরাসের তেগুসিগালপা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।ল্যানহসা এয়ারলাইন্সের বিমানটি রাতে হন্ডুরাসের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র রোয়াটান দ্বীপ থেকে মূল ভূখণ্ডের লা সেইবা বন্দরের দিকে যাত্রা করেছিল। 

বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা কার্লোস প্যাডিলা বলেন, বিমানটি ’রানওয়ের ডানদিকে তীব্র বাঁক নিয়ে পানিতে পড়ে যায়, ফলে এ দুর্ঘটনা ঘটে।দমকল  বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হন্ডুরাসের গারিফুনা সঙ্গীত জগতের একজন জনপ্রিয় সদস্য অরেলিও মার্টিনেজ নিহতদের মধ্যে রয়েছেন।উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানটির কাছে সমুদ্রে একজন ক্রু সদস্যের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বিমানটিতে পনেরো জন যাত্রী ছিলেন। এবং বিমানটিতে দুজন পাইলট এবং একজন বিমান পরিচারিকা ছিলেন।আহত যাত্রীদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ফরাসি নাগরিককে মূল ভূখণ্ডের সান পেদ্রো সুলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

নাম প্রকাশ না করে এক জেলে এইচসিএইচ টেলিভিশনকে বলেন, আমি মাছ ধরছিলাম। সে সময় মনে হচ্ছিল বিমানটি আমাদের ওপর এসে পড়ছে। হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন, তিনি দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী এবং অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি জরুরি কমিটি মোতায়েন করেছেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ-নির্মিত জেটস্ট্রিম ৪১ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!