রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রাতের বেলায় হামলা চালানো ইউক্রেনের ৪৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব হামলায় ছয়জন আহত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার আগে এই হামলা চালানো হয়।
মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোদ, ব্রায়ানস্ক, কুরস্ক অঞ্চল ও অরলভে ৪৬টি ড্রোন ‘ধ্বংস বা বাধা’ দেওয়া হয়েছে।
অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানান, বেলগোরোদ নগরীতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
অন্তর্বর্তীকালীন গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন টেলিগ্রামে পোস্ট করেছেন, কুরস্কে রুটি পরিবহনকারী একটি ট্রাকের কাছে ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :